চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারী-নাজিরহাট সড়কে অবরোধ

হাটহাজারী সংবাদদাতা

২৭ জুন, ২০২৪ | ৬:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট সড়কের সরকারহাট বাজারে সড়ক দুর্ঘটনায় আহত ড্রাম ট্রাকচালক মো. মানিক (৩৬) মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা।

 

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর একটা থেকে হাটহাজারীর-নাজিরহাট মহাসড়কের মুহুরীহাট বটতল এলাকায় সড়ক অবরোধ করে তারা।

 

নিহত মানিকের ভাই নজরুল জানান, আমার বড় ভাই আহত হওয়ার পর থেকে আমরা চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলাম। পরিবারের পক্ষ থেকে এবং স্থানীয়রা বাস মালিকের সাথে যোগাযোগ করেও কোনরকম সহায়তা না পাওয়াই স্থানীয়রা বাস যাত্রীদের নামিয়ে দিয়ে সড়ক অবরোধ করে রাখে। আমি আমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তির বিচার দাবি করছি প্রশাসনের প্রতি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট