চট্টগ্রাম রবিবার, ৩০ জুন, ২০২৪

সর্বশেষ:

পটিয়ায় সকালে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

পটিয়া সংবাদদাতা

২৭ জুন, ২০২৪ | ১১:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা থেকে পটিয়ায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে সকালে হাঁটতে বেরিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ জুন) ভোর সাড়ে ৫টায় পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সংলগ্ন বাহুলী এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।

 

নিহত বৃদ্ধার নাম লায়লা বেগম (৭৫)। তিনি চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা গ্রামের চৌধুরী পাড়ার মৃত জরি আহম্মদ চৌধুরীর স্ত্রী।

 

খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম জিআরপি পুলিশ ও রেলওয়ের বেশকিছু কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে জিআরপি পুলিশ।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট