চট্টগ্রাম শনিবার, ২৯ জুন, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে অবৈধ গ্যাস সিলিন্ডার জব্দ, লাখ টাকা অর্থদণ্ড

সীতাকুণ্ড সংবাদদাতা

২৬ জুন, ২০২৪ | ৯:০৫ অপরাহ্ণ

অনুমোদনহীন গ্যাস সিলিন্ডার মজুদ এবং বিক্রির দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ড ছোট কুমিরা মছজিদ্দা নিমতল এলাকায় মেসার্স বিল্যাহ ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (২৬ জুন) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

 

তিনি বলেন, এনএসআই এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সরজমিনে দেখা গেছে ছোট কুমিরায় একটি আবাসিক এলাকায় প্রায় এক হাজার গ্যাস সিলিন্ডার বিপজ্জনকভাবে রাখা আছে। পরে জানা যায় প্রতিষ্ঠানটির লাইসেন্সও নেই। এসব অপরাধে ছোট কুমিরা নিমতল মছজিদ্দা এলাকার বাসিন্দা মো. মোস্তানছের বিল্যাহর ছেলে মেসার্স বিল্যাহ ট্রেডার্সের মালিক মো. মাসুম উদ্দিন বিল্যাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে সব সিলিন্ডার নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য মুচলেকা নেয়া হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট