চট্টগ্রাম শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ট্যাক্সিতে মিলল মদ, বোয়ালখালীতে দু’জন গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

২৬ জুন, ২০২৪ | ১২:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত অটোট্যাক্সিতে করে মদ পাচারের সময় ধরা পড়েছে পুলিশের হাতে।

মঙ্গলবার (২৫ জুন) রাত ৯টায় উপজেলার সারোয়াতলী দাশের দীঘি-বেঙ্গুরা সড়কের গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ট্যাক্সিটি আটক করা হয়। এতে ১১০ লিটার চোলাই মদ পাওয়ায় গাড়িটি জব্দ করা হয়েছে। এ সময় সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর হাসনাপাড়ার মৃত আবদুল বারেকের ছেলে মো. নুরুল ইসলাম (৪২) গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে সোমবার ভোরে আহলা করলডেঙ্গা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. ইলিয়াস (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। ইলিয়াস মধ্যম করলডেঙ্গা মোখলেছ মিয়ার বাড়ির মৃত জাফর আহমদের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, মামলা দায়েরেরপর আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

সম্পর্কিত পোস্ট