রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট থেকে উদ্ধারকৃত বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. জাহিদুর রহমান মিয়ার নির্দেশে মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা ৬টায় বানরটি অবমুক্ত করেন সহকারী বন সংরক্ষক মাসুম আলম।
এর আগে, সোমবার সন্ধ্যায় নানিয়ারচর বুড়িঘাট এলাকা থেকে অশ্রেণিভুক্ত স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম বানরটি উদ্ধার করেন। পরে রাঙামাটি দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জে আনা হয় এবং আজ মঙ্গলবার সন্ধ্যায় ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় রয়েছে এই বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের লজ্জাবতী বানর। এদিকে কাপ্তাই জাতীয় উদ্যানে এর আগেও তিনটি লজ্জাবতী বানর ও বেশ কয়েকটি বিরল প্রজাতির বন্যপ্রাণী, অজগর অবমুক্ত করা হয়।
পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ