চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী চাগাচর এলাকায় শঙ্খ নদ থেকে ৭০ বছরের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ জুন) বিকেলে স্থানীয়রা নদে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নারীর লাশ উদ্ধার করে।
পরে জানা যায়, মহিলার শ্বশুরবাড়ি উপজেলার বৈলতলীর লক্ষীপুরা এলাকায়। তিনি গতকাল রবিবার রাতের কোন এক সময় বাড়ি থেকে বের হয়ে শঙ্খ নদে পড়ে মারা যান। লাশ ভাসতে ভাসতে দোহাজারী চাগাচর এলাকায় পৌঁছে যায়।
দোহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে তার স্বজনদের নিকট দিয়ে দেন। এ ব্যাপারে তার পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন মহিলার পরিবারের লোকজন।
পূর্বকোণ/দেলোয়ার/জেইউ/পারভেজ