চট্টগ্রাম শুক্রবার, ২৮ জুন, ২০২৪

সীতাকুণ্ডে আ. লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ

সীতাকুণ্ড সংবাদদাতা

২৩ জুন, ২০২৪ | ১১:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল হকের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। 

 

শনিবার (২২ জুন) রাত সাড়ে ১১টার দিকে বোয়ালিয়াকূল গ্রামে বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

 

এ ব্যাপারে আজিজুল হক বলেন, রাত সাড়ে ১১টার দিকে ১০ জনের একটি গ্রুপ দুটি সিএনজিচালিত অটোরিকশাযোগে এসে আমাদের বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বাড়ির জানালার কাঁচগুলো ভেঙে দেয়। একই সময় পরপর চারটি ককটেল ও নিক্ষেপ করে দুর্বত্তরা এ সময় স্থানীয়রা ডাকাত ডাকাত করে চিৎকার করলে তারা দ্রুত অটোরিকশা করে পালিয়ে যায়।

 

ঘটনার পর দিন আজ রবিবার (২৩ জুন) সকাল ১১টার দিকে থানায় বিষয়টি নিয়ে অভিযোগপত্র দায়ের করি। পরে থানা থেকে বাড়ির উদ্দেশ্যে ফকিরহাট এলাকা অতিক্রম করার সময় দৃর্বৃত্তের দল আবারও হামলা চালিয়ে আমার কাছে থাকা সাড়ে আট হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

 

তিনি আরও বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

 

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, বিষয়টি আমি শুনার পর ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়েছি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

এ বিষয়ে মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট