চট্টগ্রাম শুক্রবার, ২৮ জুন, ২০২৪

সর্বশেষ:

পেকুয়ায় আ. লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পেকুয়া সংবাদদাতা

২৩ জুন, ২০২৪ | ৮:০৩ অপরাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারের পেকুয়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৩ জুন) বিকেলে কেক কেটে উৎসবমুখর পরিবেশে উপজেলার দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

 

এ সময় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এর আগে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মী নিয়ে বিশাল এক র‍্যালি পেকুয়া বাজার প্রদক্ষিণ করে।

 

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ড. আশরাফুল ইসলাম সজিবের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দিন খালেদ। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এড. কামাল হোসেন। ড. আশরাফুল ইসলাম সজিব আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

 

সাধারণ সম্পাদক আবুল কাশেমের অনুমতিক্রমে সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিয়াবুল হক জিকু। 

 

আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে যেমন দেশের স্বাধীনতা এসেছে তেমনি আজ এ দলের নেতৃত্বে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ।

 

এছাড়া বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জিএম আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়ারেচী, মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল এনাম, সাধারণ সম্পাদক সুলতান মো. রিপন, উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কক্সবাজার জেলা পরিষদের সদস্য এইচ এম শওকত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাহ উদ্দিন মাহমুদ প্রমুখ।

 

আলোচনা সভা শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

 

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট