কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং লম্বাবিল এলাকা থেকে নারী নির্যাতন মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
গ্রেপ্তার রমজান আলী (২৫) হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড লম্বাবিল ঘোনারপাড়া আলী আহমদের ছেলে।
শনিবার (২২ জুন) বিকেলে র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার পলাতক আসামি রমজানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমজান আলী ঘটনার সত্যতা স্বীকার করে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল বলে জানায়। তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ