সন্দ্বীপ থানা পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২১ জুন) দুপুরে মুছাপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছে।
গ্রেপ্তাররা হল- মুছাপুর ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান কাজী বাড়ির লাল মিয়ার ছেলে মো. শামীম (৩৭) ও মাজেদ মিয়ার নতুন বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬)।
অভিযানের সময় একই ওয়ার্ডের মৃত রুহুল আমিনের ছেলে মো. আলমগীর (৪২) ও মৃত ছলমানের ছেলে মো. তাহের (৪০) নামে দুইজন পালিয়ে যায়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বেচা-কেনার সময় সাড়ে ছয় কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছি। আরও দুজন ঘটনাস্থল থেকে পালিয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মোট চারজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ