চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

হাটহাজারী সংবাদদাতা

২২ জুন, ২০২৪ | ৬:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে মোসাম্মৎ ইমা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন।

 

আজ শনিবার (২২ জুন) দুপুরে পৌরসভার ফটিকা কামাল পাড়া এলাকার রেহেনা ভবনে এই ঘটনা ঘটে।

 

নিহত ইমা আক্তার ছিপাতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আলমের কুম এলাকার কুলম মাতব্বর বাড়ির প্রবাসী দিদারুল আলমের মেয়ে। সে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

 

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ শনিবার ইমা পরিবারের লোকজনের অজান্তে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল নুর জ্যোতি ইমাকে মৃত ঘোষণা করে।

 

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব হাসান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আত্মহত্যার সংবাদ পেয়ে সেখানে যাই। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করি। তবে ঘটনাস্থল তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট