চট্টগ্রাম শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় বন্যহাতির তাণ্ডব, বাড়ি ভাঙচুর

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা

২২ জুন, ২০২৪ | ৫:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় লোকালয়ে বন্যহাতি ঢুকে বসতবাড়িতে তাণ্ডব চালিয়েছে। শুক্রবার (২১ ‍জুন) ভোরে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী আবদুস শুক্কুর বলেন, প্রতি রাতেই লোকালয়ে ঢুকে বন্যহাতি মানুষের ঘরবাড়িতে তাণ্ডব চালায়। শুক্রবার ভোরে একটি বন্যহাতি বাড়িতে ঢুকে প্রথমে গাছপালা উপড়ে ফেলে। পরে ঘর ভেঙে, ধান ও মালামাল নষ্ট করে। বন্যহাতি নিয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি।

বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী বলেন, হাতির ভয়ে এলাকার লোকজনের ঘুম নেই। আজ এই বাড়ি তো কাল ওই বাড়িতে হানা দিচ্ছে হাতি। লোকজনের কষ্টের শেষ নেই।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, আনোয়ারায় হাতির আক্রমণের ঘটনাগুলো বেশ কিছু সময় ধরে চলছে। আমাদের পক্ষ থেকে চেষ্ঠা চলছে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

পূর্বকোণ/সুমন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট