চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বান্দরবানে ট্রাক গভীর খাদে পড়ে নিহত ১, আহত ৪

বান্দরবান সংবাদদাতা

২১ জুন, ২০২৪ | ১১:০৬ অপরাহ্ণ

বান্দরবান থানচি সড়কের জীবননগর এলাকায় সড়কের ঢালুপথে একটি মাল-বোঝাই ট্রাক গভীর খাদে পড়ে ১ শ্রমিক নিহত ও ৪ জন আহত হয়েছে। শুক্রবার (২১) রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর সেখানে বিজিবি, পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয় লোকজন অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের প্রথমে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে এ সংবাদ লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বলি পাড়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খান জানিয়েছেন, বান্দরবান থেকে টাইলস নিয়ে একটি ট্রাক থানচি বলিপাড়া যাওয়ার পথে জীবননগরের ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় এক হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। পরে বিজিবি সহ স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। 
 
পূর্বকোণ/মিনারুল/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট