মহেশখালী উপজেলার কুতুবজোমে পুকুরে ডুবে রাফসান (৬) নামের মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রাফসান ওই এলাকার প্রবাসী আবু বক্করের ছেলে। শুক্রবার (২১ জুন) দুপুরে কুতুবজোম পশ্চিম পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান শেখ কামাল।
নিহত রাফসান কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষার্থী।
চেয়ারম্যান শেখ কামাল জানান, ঘটনার দিন রাফসান সবার চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে বেরিয়ে বাড়ি থেকে বাহিরে চলে যায়। এক সময় পুকুরে পড়ে ডুবে যায়। পরে শিশুটির বাড়ির লোকজন তাকে ঘরে না পেয়ে আশপাশে খোঁজ করেন। একপর্যায়ে তারা পুকুরের পানিতে রাফসানের মরদেহ ভাসতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে শিশুটিকে হাসপাতাল নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/হোবাইব/আরআর/পারভেজ