চট্টগ্রামের রাউজানে পুকুর থেকে তানহা আকতার নামে ৯ বছর বয়সী এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (২১ জুন) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের আদর্শ গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তানহা রাউজানের ৮ নম্বর ওয়ার্ডের ওমান প্রবাসী মো. মাহাবুবুল আলমের মেয়ে এবং শমসের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, তানহা পা ধুতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে তার জুতা পুকুরে ভাসতে দেখে তল্লাশি করা হয়। এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তানহাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুদ্দিন।
পূর্বকোণ/এএইচ