চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে দিনমজুরের স্ত্রীর আত্মহত্যা

পেকুয়া সংবাদদাতা

২১ জুন, ২০২৪ | ১:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে দিনমজুরের স্ত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত ১১টায় উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মছইন্যাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত জন্নাতুল ফেরদৌস (২৫) ওই এলাকার কলিম উদ্দিনের স্ত্রী। তিনি চকরিয়া উপজেলার বরইতলি ২ নম্বর ওয়ার্ডের খয়রাতি পাড়া এলাকার সলিম উল্লাহর মেয়ে।

 

স্থানীয়রা জানান, রাত ১১টায় কলিম উদ্দিনের সন্তানরা মহল্লার স্টেশনে এসে তাদের বাবাকে জানায় তাদের মা গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মাটিতে পড়ে আছে। পরে কলিম উদ্দিনসহ স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানান। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে আত্মহত্যা নাকি অন্য কিছু। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট