চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আল্লামা মুফতি আবদুর রহীম আলকাদেরী আর নেই

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

২১ জুন, ২০২৪ | ১২:২৯ অপরাহ্ণ

বোয়ালখালীর সারোয়াতলী খিতাপচর আজিজিয়া মাবুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী (৫৭) আর নেই। শুক্রবার (২১ জুন) সকাল ১০টায় শাহ্ মাবুদিয়া দরবার শরীফে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা আলকাদেরী (র.) এর প্রধান খলিফা আল্লামা শাহসুফি মোহাম্মদ আবদুল মাবুদ আলকাদেরী (র.)’র বড় ছেলে এবং সাজ্জাদানশীন পীর সাহেব হিসেবে হাজার হাজার মুরিদানের রাহবার ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, দুই ছেলেসহ বহু ছাত্র, ভক্ত, মুরিদ, আশেক ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ (শুক্রবার) রাত ৯টায় শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক কাজী ইমরান কাদেরী।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট