কক্সবাজারের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন- আনোয়ার হোসেন এবং অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আক্তার।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন কবির বলেন, আমার এলাকায় পাহাড় ধসে দু’জনের মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
জানা গেছে, নিহত আনোয়ার হোসেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন। ৭ মাস আগে তিনি মাইমুনা আক্তারকে বিয়ে করেন। পাহাড়ধসে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এর আগে ১৯ জুন উখিয়ার একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়।
পূর্বকোণ/এরফান/এএইচ