চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবারে যাওয়ার পথে দুর্ঘটনা, আহত ৬

নাজিরহাট সংবাদদাতা

২১ জুন, ২০২৪ | ১২:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে সিএনজিচালিত অটোরিক্সার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ৯টায় নাজিরহাট নতুন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে মীর হাসান (২৪), ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের কিপায়েত নগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলিফ (১৭), সীতাকুণ্ডের মুহাম্মদ হাসানের ছেলে মুহাম্মদ মেহেরাব (১৯), চান মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫৫), মুহাম্মদ নয়নের স্ত্রী রুমি আকতার (২০) ও মতিন উল্লার ছেলে আলমগীর (৫০)।

জানা গেছে, আহতরা জেয়ারতের উদ্দেশ্যে ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবারে যাচ্ছিলেন। এ সময় নাজিরহাট নতুন রাস্তার মোড়ে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

পূর্বকোণ/মাহমুদ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট