বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মোহাম্মদ ইরফান (১৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফকিরাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
ইরফান মধ্যম চরণদ্বীপ ফকিরাখালী হযরত তুফান আলী শাহ (রহ.) বাড়ির মৃত আবদুর রহমানের ছেলে।
সে চরণদ্বীপ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা সাবের আহমদ রিজভী জানান, দুই ভাইয়ের মধ্যে ইরফান ছোট। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে ইরফান পানিতে ডুবে যায়। প্রায় একঘণ্টা খোঁজাখুঁজির পর ইরফানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
পূর্বকোণ/আরআর/এএইচ