চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

নাজিরহাট সংবাদদাতা

২০ জুন, ২০২৪ | ৬:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রিয়াজ উদ্দিন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) বিকাল ৫টায় ফটিকছড়ির সেলফি রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ উদ্দিন ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের ১ নম্বর বালুটিলা ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের হুদা মিয়া ছেলে। সে বালুটিলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। মা-বাবার একমাত্র সন্তান বলে জানা গেছে।

বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. কামাল। তিনি বলেন, দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

পূর্বকোণ/মুন্না/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট