চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ১৮ জুন) সাতবাড়িয়া ধনার পাড়া মসজিদের পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায় একই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. রিয়াদ (১০)।
দীর্ঘক্ষণ ধরে পানি থেকে না উঠলে পরে স্থানীয়রা পুকুর থেকে রিয়াদকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে গত ১৪ জুন দুপুরে সাতবাড়িয়া যতরকুল এলাকায় কোরবানির ঈদে বেড়াতে এসে ৫ বছরের শিশু উয়াফিকা পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সাতবাড়িয়া যতরকুল এলাকার মাও. আবু মুসার মেয়ে বলে জানা যায়। ওয়াফিকা নগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের নার্সারির শিক্ষার্থী বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
পূর্বকোণ/দেলোয়ার/আরআর/পারভেজ