চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

২৮ ঘন্টা পর কক্সবাজার সৈকতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা

১৮ জুন, ২০২৪ | ১০:৪২ অপরাহ্ণ

ঈদের দিন বন্ধুদের সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ কিশোর মোহাম্মদ তারেকের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কুতুবদিয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

এর আগের দিন সোমবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে সে নিখোঁজ হয়।
নিহত তারেক কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকার মোহাম্মদ জয়নালের ছেলে।

তারেকের বন্ধুদের বরাত দিয়ে সৈকতকর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান জানান, ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে আসে তারা ৬ বন্ধু। সোমবার দুপুর একটার দিকে কলাতলী পয়েন্টে গোসলে নামে। দেড়টার দিকে ৫ বন্ধু উঠে এলেও তারেক উঠেননি। পরে অনেক খোঁজাখুঁজির পর আজ তার লাশের সন্ধান মিলে।

পূর্বকোণ/এরফান/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট