চট্টগ্রাম বুধবার, ২৬ জুন, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

কক্সবাজার সংবাদদাতা

১৭ জুন, ২০২৪ | ৯:২৯ অপরাহ্ণ

ঈদের ছুটিতে বন্ধুদের সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে গোসলে নেমে নিখোঁজ হয়েছে মোহাম্মদ তারেক (১৪) নামে এক কিশোর। সোমবার (১৭ জুন) দুপুর ১টার দিকে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোর নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের শাহ ফকির বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে ।

জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানিয়েছেন, সকালে তারেকসহ ৭ বন্ধু সৈকতে বেড়াতে আসে। ঘুরে বেড়ানোর একপর্যায়ে তারা সৈকতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ করে সৈকতের স্রোতে ভেসে যায় তারেক। অন্য বন্ধুরা চিৎকার করে সাহায্য চাইলেও তাকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ কিশোর তারেককে উদ্ধারের জন্য দায়িত্বরত কর্মীরা তল্লাশি চালাচ্ছেন। তবে এখনো পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

পূর্বকোণ/এরফান/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট