চট্টগ্রাম বুধবার, ২৬ জুন, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক

১৭ জুন, ২০২৪ | ৩:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (১৭ জুন) সকাল পৌনে ৭টায় ফৌজদারহাট জলিল স্টেশনে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।

 

ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ বিশ্বনাথ চন্দ্র পণ্ডিত বলেন, মালবাহী ট্রেনটি তেল নিয়ে ঢাকায় যাচ্ছিল। ফৌজদারহাট স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

 

বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষে জানানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, শিগগিরই উদ্ধার কার্যক্রম শুরু হবে। লাইনচ্যুতির ঘটনা ঘটলে রেল চলাচল স্বাভাবিক আছে বলে জানান ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ বিশ্বনাথ চন্দ্র।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট