চট্টগ্রাম বুধবার, ২৬ জুন, ২০২৪

টাকা নেই বুথে, ঈদে ভোগান্তিতে গ্রাহক!

পটিয়া সংবাদদাতা

১৬ জুন, ২০২৪ | ৯:৩৩ অপরাহ্ণ

কাল উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে টানা পাঁচদিন বন্ধ থাকছে ব্যাংক। ঈদের এ বন্ধে নতুন ভোগান্তিতে পড়তে হচ্ছে ব্যাংক গ্রাহকদের। এরমধ্যে চট্টগ্রামের পটিয়ায় বেশির ভাগ এটিএম বুথে নগদ টাকার সংকট দেখা দিয়েছে। রোববার রাত ৮ টার দিকে পটিয়া পৌরসদরের গুরুত্বপূর্ণ পয়েন্ট পোস্ট অফিস মোড় এলাকার বেশ কয়েকটি এটিএম বুথে গিয়ে টাকা পাওয়া যায়নি। টাকা তুলতে না পারায় গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

 

নুরের রহমান রনি নামের এক গ্রাহক রাত ৮টার দিকে পোস্ট অফিস মোড়ের ইউসিবিএল ব্যাংকের বুথে টাকা তুলতে এসে দেখেন বুথের দরজার সামনে নোটিশ লাগিয়ে বাইরে বসে আছেন বুথে দায়িত্বরত নিরাপত্তাকর্মী মো. সোলাইমান। তিনি জানান, বুথে টাকা শেষ হয়ে গেছে, এর বাইরে কিছু বলতে পারেননি তিনি।

 

আরিফুর রহমান আরফাত নামের এক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ধ্যায় জরুরি কিছু ওষুধ কিনতে এসে টাকার প্রয়োজন পড়ে তখন বুথে গিয়ে দেখি টাকা নেই। আশপাশের বেশ কযেকটি বুথে গিয়েও টাকা তুলতে পারিনি। জরুরি প্রয়োজনের সময় যদি বুথ থেকে টাকা তুলতে না পারি তাহলে বুথ খুলে রাখার দরকার কি?

 

এ বিষয়ে জানতে চাইলে ইউসিবিএল ব্যাংকের পটিয়া শাখার ম্যানেজার এপোলো বিশ্বাস জানান, পোস্ট অফিস মোড়ের বুথে ব্যাংক বন্ধের দিন ৬০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। গত শনিবার রাতে এ টাকা শেষ হয়ে যায়। এরমধ্যে বিভিন্ন ব্যাংকের বুথে টাকা সংকট হওয়ায় গ্রাহকরা আমাদের বুথ থেকে টাকা তুলেছেন। ঈদের বন্ধে আর টাকা দেওয়ার সুযোগ নেই। ব্যাংক খোলার দিন আবার টাকা ডুকানো হবে বলে জানান এ ব্যাংক কর্মকর্তা।

 

 

পূর্বকোণ/রবিউল/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট