চট্টগ্রাম বুধবার, ২৬ জুন, ২০২৪

লোহাগাড়ায় পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

১৬ জুন, ২০২৪ | ৯:২৫ অপরাহ্ণ

লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের  কুলপাগলী এলাকায় পাহাড় কাটার দায়ে নুরুল কবির নামক ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৬ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাসান।

 

নুরুল কবির আধুনগর ইউনিয়নের কুলপাগলী এলাকার মৃত গুরা মিয়া ফকিরের ছেলে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাসান জানান, উপজেলার আধুনগর কুলপাগলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পাহাড় কেটে মাটি পাচার করার অভিযোগে নুরুল কবিরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

 

 

পূর্বকোণ/মনির/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট