চট্টগ্রাম বুধবার, ২৬ জুন, ২০২৪

৮ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৬ জুন, ২০২৪ | ৮:১২ অপরাহ্ণ

 

দীর্ঘ ৮ বছর আগে মীরসরাই উপজেলার ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মনতাজ জলদাশকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১৬ জুন) সকালে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন দোলখাড় বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ-উল আলম জানান, মীরসরাই উপজেলার ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মনতাজ জলদাশকে কুমিল্লার নাঙ্গলকোট থানার দোলখাড় বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ২০১৫ সালের ১৯ এপ্রিল ১৩ বছরের শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় আসামি মনতাজ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মনতাজ জলদাশের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা করেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এ মামলায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট