চট্টগ্রাম রবিবার, ২৩ জুন, ২০২৪

টেকনাফ থেকে কুরিয়ার সার্ভিসে পাঠানো ইয়াবা জব্দ

টেকনাফ সংবাদদাতা

১৫ জুন, ২০২৪ | ১০:২৫ অপরাহ্ণ

কৌটায় ভরে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজারের টেকনাফ থেকে যাওয়া ৭ হাজার ২৫০ ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

 

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ জুন) দুপুরে ৪টি কৌটা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে ডিএনসির ঢাকা উত্তরের মোহাম্মদপুর সার্কেলের পরিদর্শক শাহীনুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি টেকনাফ থেকে এসএ কুরিয়ার সার্ভিসে ৪টি কৌটায় করে ইয়াবার একটি চালান কাকরাইল এসেছে। পরে আমরা সেখানে অভিযান চালিয়ে চারটি কৌটা থেকে ৭,২৫০ ইয়াবা জব্দ করি। ইয়াবাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার কথা ছিল। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

ঘটনাটি আমরা জানতে পেরে সহকারী পরিচালক রাহুল সেনের নেতৃত্বে এসএ পরিবহনের কাকরাইল শাখায় অভিযান চালিয়ে ইয়াবার চালানটি জব্দ করা হয়। এই ইয়াবাগুলো কক্সবাজার থেকে কারা পাঠিয়েছে এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট