চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যবসায়ী আনোয়ার হোসেন (৬৭) শনিবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ… রাজিউন)।
তিনি স্থানীয় মৃত হাজী দেলোয়ার হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই কন্যা, স্ত্রী ও আত্মীয়-স্বজন রেখে যান।
আনোয়ার হোসেনের মৃত্যুতে সাবেক ভূমিমন্ত্রী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন চৌধুরী, যুগ্ম সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান নোয়াব আলী, অর্থ সম্পাদক জসীম উদ্দীন, উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেন।
আগামীকাল রবিবার সকাল ১১টায় কাফকো হাউজিং কলোনির পশ্চিম পাশে মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ