চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মিরসরাইয়ে বিপণি বিতানে আগুন

মিরসরাই সংবাদদাতা

১৫ জুন, ২০২৪ | ৪:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই বারইয়ারহাট পৌর বাজারের গ্রিন টাওয়ার নামের একটি বিপণি বিতানে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

 

গ্রিন টাওয়ারের ব্যবসায়ী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টায় ভবনের একটি এসি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ভবনের দ্বিতীয় তলার ভিশন ইলেকট্রনিক্স শো-রুম মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পরে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা গিয়ে ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এতে ভয়াবহ ক্ষতির মুখ থেকে অসংখ্য প্রতিষ্ঠান রক্ষা পায়। তবে তদন্তের আগে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলা যাবে না।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট