চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কাপ্তাইয়ে উদ্ধার ১২ পানকৌড়ি ইকোপার্কে হস্তান্তর

কাপ্তাই সংবাদদাতা

১৫ জুন, ২০২৪ | ২:১২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই রেঞ্জের বিএফআইডিসি শিল্প এলাকায় বিক্রি করার সময় শিকারিদের কাছ থেকে ১২টি পানকৌড়ি উদ্ধার করেছে বনবিভাগ।

 

শুক্রবার (১৪ জুন) রাত সাড়ে ৮টায় বিএফআইডিসি শিল্প এলাকা থেকে এসব পানকৌড়ি উদ্ধার করা হয়।

 

আজ শনিবার (১৫ জুন) সকাল ১১টায় রাঙ্গুনিয়া উপজেলা শেখ রাসেল ইকোপার্কে কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরী পানকৌড়িগুলো হস্তান্তর করেন।

 

জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় কয়েকজন শিকারি বিএফআইডিসি শিল্প এলাকায় ১২টি পানকৌড়ি বিক্রি করতে আনেন। খবর পেয়ে কাপ্তাই রেঞ্জের কামিলাছড়ি বিটের ওয়াচার জয়নাল আবেদীন শিকারিদের কাছ থেকে পানকৌড়িগুলো উদ্ধার করে এবং কাপ্তাই রেঞ্জ অফিসে নিয়ে আসেন।

 

এ সময় শেখ রাসেল ইকোপার্ক দায়িত্বরত বিট কর্মকর্তা মাহামুদুল হাসান পালাশসহ রাঙ্গুনিয়া ইকোপার্কের কর্মকর্তা ও বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট