চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় অবৈধভাবে পার্কিং করার দায়ে বাস, ট্রাক, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাকে চার হাজার সাত শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৪ জুন) উপজেলার কেরানিহাটে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও চট্টগ্রাম-বান্দরবান মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সাতকানিয়া উপজেলার কেরানিহাট অংশে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় রাস্তার উপর অবৈধভাবে পার্কিং করার অপরাধে বাস, ট্রাক, মাইক্রোবাস এবং দুটি সিএনজিচালিত অটোরিকশাকে চার হাজার সাত শ টাকা জরিমানা করার পাশাপাশি চালকদের সতর্ক করা হয়।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ