চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজার ও বান্দরবানে ইয়াবাসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

১৪ জুন, ২০২৪ | ৮:৩৭ অপরাহ্ণ

কক্সবাজার ও বান্দরবানে পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার নয় শ ইয়াবাসহ চার মাদককারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার (১৩ জুন) কক্সবাজারের দরিয়ানগর ও বান্দরবানের আলিকদম বাগানপাড়া থেকে তাদের আটক করা হয়।

 

 আটকরা হল- কক্সবাজারের  মোহাম্মদ আলী প্রকাশ মাহাত আলম (৩৩) ও মোহাম্মদ আলা উদ্দিন (২৮) এবং বান্দরবানের অভিযানে নুরুল ইসলাম (৪২) ও সরওয়ার জাহান (৪২)।

 

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, পৃথক অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এর মধ্যে কক্সবাজারের অভিযানে তিন হাজার একশ ও বান্দরবানের অভিযানে সাত হাজার আটশ ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট