চট্টগ্রামের ফটিকছড়ির মুহাম্মদ আবরার ইয়াছির প্রধানমন্ত্রীর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে।
গত ১০ জুন পিটিআইয়ের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত চূড়ান্ত বাছাই পরীক্ষায় সে সারাদেশের মধ্যে তৃতীয়স্থান লাভ করে। পরীক্ষার আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
উক্ত পরীক্ষায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী, মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক মো. আব্দুস সামাদ প্রমুখ।
সহসাই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পদক তুলে দেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, আবরার ইতিপূর্বে ফটিকছড়ি উপজেলা স্তর, চট্টগ্রাম জেলা ও বিভাগীয় স্তরে বাছাই পরীক্ষায় প্রথমস্থান লাভ করে। সে ফটিকছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। ফটিকছড়ির নারায়নহাট ইউপির জুজখোলা গ্রামের সন্তান আবরার দক্ষিণ রাঙামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জে এম তাওহিদ হোসেন ও সৈয়দা শারমিন খানমের ছেলে।
পূর্বকোণ/রাহা/জেইউ/পারভেজ