চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় তিন দোকানিকে জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

১৪ জুন, ২০২৪ | ৭:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া সদর বটতলী মোটর স্টেশন এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় তিন দোকানিকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে মোহাম্মদ আলীকে তিন হাজার টাকা, হাজী ফিরোজ স্টোরকে দেড় হাজার টাকা এবং মো. ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শুক্রবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

 

তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দ্রব্যমূল্যের তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করায় ৩ দোকানিকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

 

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট