চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

চন্দনাইশে সীমানা বিরোধকে কেন্দ্র করে হামলা, দুই ভাই আহত

চন্দনাইশ সংবাদদাতা

১৪ জুন, ২০২৪ | ২:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে সীমানা বিরোধকে কেন্দ্র করে হামলায় দু’জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ জুন) সকালে উপজেলার সাতবাড়িয়া মোহাম্মদ খালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাঈনুদ্দিন (সংবাদকর্মী) ও তার বড় ভাই আবু ছৈয়দ। এ ব্যাপারে আবু ছৈয়দের স্ত্রী লুৎফুন্নিছা বাদী হয়ে চন্দনাইশ থানায় মামলা করেছেন।

 

অভিযোগে জানা গেছে, সীমানা বিরোধকে কেন্দ্র করে মাঈনুদ্দিনকে পার্শ্ববর্তী আবদুস শুক্কুর নামে একজন কিরিচ দিয়ে আঘাত করে। তাকে বাঁচাতে আসলে তার ভাই বিদেশফেরত আবু ছৈয়দকেও কুপিয়ে জখম করা হয়। তাদের প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে পাঠানো হয়।

 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছু আলামত উদ্ধার করেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

পূর্বকোণ/মাহমুদ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট