চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে চান্দের গাড়ির ধাক্কায় প্রাণ গেল টমটম চালকের

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২৪ | ২:২৫ অপরাহ্ণ

কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে চান্দের গাড়ির ধাক্কায় নাছির উদ্দিন নামে এক ইজিবাইক (টমটম) চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) ভোররাতে কালুফকির পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৬ জন। তবে তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানা যায়নি।

নিহত নাছির ঈদগাঁওয়ের ইসলামাবাদ খোদাই বাড়ির নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, কালুফকির পাড়ায় চান্দের গাড়ির ধাক্কায় ৭জন আহত হন। আহতদের দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে টমটম চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নতুনব্রিজ এলাকায় তিনি মারা যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট