চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছে। বুধবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিয়ারী শহীদ মিনার সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম রাবেয়া খাতুন (৭২)। তিনি সীতাকুণ্ডের কুমিরা কাজী পাড়া এলাকার মুনো মিয়ার স্ত্রী।
হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিয়ারী বাজারের শহীদ মিনার সংলগ্ন মহাসড়কে হেঁটে যাবার সময় চট্টগ্রামমুখী একটি ট্রাক (নম্বর ঢাকামেট্টো ট-১৩-৩৪৮৬) বৃদ্ধা রাবেয়া খাতুনকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ সময় এলাকাবাসী হাইওয়ে পুলিশের সহযোগিতায় ট্রাকটি আটক করে চালক তৌহিদুল ইসলামকে পুলিশের হাতে তুলে দেন।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ