চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

আনোয়ারায় ড্রেনে মিলল যুবকের লাশ

আনোয়ারা সংবাদদাতা

১২ জুন, ২০২৪ | ১:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় ড্রেন থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্বার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৭।

 

বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বারশত ইউনিয়নের পারকি গ্রামের দুধকুমড়া যাত্রী ছাউনির বিপরীতে ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

জানা গেছে, সকালে শ্রমিকেরা কেইপিজেডে কাজের যাওয়ার সময় উপজেলার পারকি দুধকুমড়া বটতল এলাকায় সড়কের পাশে মরদেহটি দেখতে পায়। ভয়ে কেউ মরদেহের পাশে যায়নি। পরে পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট