কক্সবাজারের টেকনাফ নাফ নদী অতিক্রম করে সাবরাং সীমান্ত দিয়ে অস্ত্রসহ বিজিপির আরও ২৮ জন সদস্য টেকনাফে আশ্রয় নিয়েছে।
মঙ্গলবার (১১ জুন) এসব সদস্য আত্মসমর্পণের পর বিজিবি হেফাজতে নিয়েছে।
সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, নাফ নদী সীমান্ত দিয়ে কাঠের ট্রলারযোগে অস্ত্রসহ বিজিপির ২৮ জন সদস্য পালিয়ে আসে। পরে বিজিবির সদস্যরা মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির এসব সদস্যদের হেফাজতে নিয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিদের বরাতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, তারা সীমান্তে টহলরত বিজিবির সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় প্রার্থনা করে। এ সময় অস্ত্রসহ তাদের বিজিবি সদস্যরা হেফাজতে নিয়েছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিরা প্রশাসনের কাছে অবহিত করলে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও কোস্টগার্ডের সংশ্লিষ্টদের জানানো হয়। বিজিপির এসব সদস্যদের হেফাজতে নেওয়ার পর বিজিবির দমদমিয়া বিওপিতে রাখা হয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ