চট্টগ্রাম সাতকানিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ পার্কিং এবং লাইসেন্স ব্যতীত সিএনজি অটোরিকশা
চালানোর অপরাধে পাঁচ চালককে ২ হাজার ৪ শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে উপজেলার কেরানিহাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
তিনি বলেন, রাস্তার উপর অবৈধভাবে পাকিং করা এবং লাইসেন্স ব্যতীত সিএনজি অটোরিকশা চালানোর অপরাধে সড়ক পরিবহণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পাঁচ চালককে ৫টি মামলায় মোট ২ হাজার ৪০০ টাকা জরিমানা এবং সতর্ক করা হয়।
পূর্বকোণ/পারভেজ