‘তারুণ্যের জীবন্ত পাঠশালা’ স্লোগান নিয়ে রিডিং ক্লাব কক্সবাজারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রবেশন আইন নিয়ে কর্মশালা। সোমবার (১০ জুন) বিকেলে কক্সবাজার শহরের কলাতলীর একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয় এই কর্মশালা।
সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের তরুণ আইনজীবী এডভোকেট সেজান এহসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন কক্সবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। তিনি ‘প্রবেশন আইন- বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ বিষয়ের উপর আলোচনা করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন কক্সবাজার জজ কোর্টের বেশ কয়েকজন প্রবীণ ও তরুণ আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী, সাংবাদিকি এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
পূর্বকোণ/মাহমুদ