চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

লোহাগাড়ায় অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

লোহাগাড়া সংবাদদাতা

৯ জুন, ২০২৪ | ৮:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

 

রবিবার (৯ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে চুনতি ইউনিয়নের জাঙালীয়া এলাকার বনবিভাগ কার্যালয় সংলগ্ন আরকান সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার নারীর বয়স ৫০-৫৫ হবে বলে স্থানীয়দের ধারণা। মহিলাটি ভারসাম্যহীন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়লান আবেদীন জনু।

 

জানা যায়, সন্ধ্যায় সড়কের পাশে মহিলাটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। তারা থানায় খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসেন। তারা মরদেহের সুরতহাল শেষে লাশটি থানা হেফাজতে নিয়ে আসেন।

 

উপ-পরিদর্শক (এসআই) সত্যজিৎ ভৌমিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহিলার লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট