কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে রেন্টের বাইক (ভাড়ার) ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক পর্যটক এবং অটোচালক আহত হয়েছেন।
শনিবার (৮ জুন) বিকেল ৪টার দিকে রামু হিমছড়ি পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পর্যটকের নাম মোহাম্মদ তুষার (২২)। তিনি কুমিল্লার বুড়িচং রাজাপুরের বাসিন্দা। আহত আরেক পর্যটকের নাম শাহজাহান (২৩) এবং অটোচালকের নাম জসিম (৫২)।
হিমছড়ি ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোহাম্মদ হিমেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের বন্ধুদের বরাতে জানা গেছে, বিকেল ৩টার দিকে কলাতলী থেকে ঘণ্টা প্রতি ৩শ টাকা করে রেন্ট-এ বাইক ভাড়া নিয়েছিলেন তুষার ও শাহজাহান। তারা বাইক নিয়ে টেকনাফ মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা হন। হিমছড়ি পয়েন্টে পৌঁছালে টেকনাফের দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে তাদের বাইকের সংঘর্ষ হয়।
এই সংঘর্ষে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়। বাইকের পিছনে থাকা শাহজাহানও গুরুতর আহত হন। তাদের দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. আশিকুর রহমান জানিয়েছেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ