চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

ফটিকছড়িতে প্রেমের টানে শ্রীলঙ্কার তরুণী

নাজিরহাট সংবাদদাতা

৮ জুন, ২০২৪ | ১২:১০ পূর্বাহ্ণ

প্রেমের সম্পর্কে ফটিকছড়ির এক দুবাই প্রবাসীর সাথে শ্রীলঙ্কার এক তরুণীর বিয়ে হয়েছে। কাবিন ধরা হয়েছে ১ লাখ ১ টাকা। উভয় পরিবারের সম্মতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার রাতে ফটিকছড়ি পৌরসভার বারৈহাট এলাকায় ম্যারেজ পার্ক নামের একটটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

 

ফটিকছড়ি পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানিয়েছেন – পৌরসভার ৫নং ওয়ার্ড়ের বাসিন্দা মোহাম্মদ মোরশেদের সাথে পচলা নামের শ্রীলঙ্কান তরুণীর বিয়ে হয়। মোরশেদ দুবাই প্রবাসী সেখানে চাকুরি সূত্রে শ্রীলঙ্কান তরুণীর সাথে পরিচয়। যা প্রেমের সম্পর্কে গড়ায়। পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয়েছে। তরুণী পচলার সাথে তার পরিবারের লোকজনও বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বলে তিনি জানান।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট