চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে মাছ ধরার জালে উঠে এল ভাই-বোনের নিথর দেহ

নিজস্ব প্রতিবেদক

৭ জুন, ২০২৪ | ১২:১৩ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে খালের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) রাতে উপজেলার রাজারকুল ইউনিয়নের মৌলবীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৌলবীপাড়ার প্রবাসী আব্দুল্লাহ ছেলে রিহাব (৭) ও মেয়ে মারিয়া (৫)।

জানা যায়, বিকেলে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে স্থানীয় জেলে হাসমত উল্লাহ মৌলবী পাড়াস্থ ট্রেনের লাইন সংলগ্ন একটি ব্রিজের মুখে খালে জাল ফেলেন। এ সময় তার জালে ওই দুই শিশুর মরদেহ আটকে যায়। জালে মরদেহ দেখতে পেয়ে হাসমত উল্লাহ ভয়ে চিৎকার দিয়ে পালিয়ে যান। পরে মরদেহ দুটি উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য এরশাদ উল্লাহ বলেন, বিকেলে দুই শিশুকে একসঙ্গে এলাকায় ঘুরতে দেখেছেন স্থানীয়রা। সন্ধ্যায় ট্রেনের রাস্তা সংলগ্ন ব্রিজের মুখের একটি খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে- খালের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুই শিশুর মৃত্যুর তথ্য কেউ থানায় জানায়নি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন