চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

টেকনাফে মিলল জালে পেঁচানো জেলের মরদেহ

টেকনাফ সংবাদদাতা

৬ জুন, ২০২৪ | ৮:৫৩ অপরাহ্ণ

টেকনাফে সাগর থেকে জাল পেঁচানো অবস্থায় এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ জুন) রাত ১২টায় টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে খুরের মুখে জাল পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জেলের নাম আবুল কালাম (৫০)। তিনি টেকনাফ সাবরাং ২ নম্বর ওয়ার্ডের কুয়াংছড়িপাড়ার মার্কিন মিয়ার ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, বুধবার টেকনাফ সাবরাং কোয়াংছড়ি পাড়ার খুরের মুখ অংশে কয়েকজন জেলেসহ আবুল কালাম মাছ ধরতে যান। অন্য জেলেরা সন্ধ্যায় ফিরে এলেও আবুল কালাম ফেরত আসেনি। পরে তাকে খোঁজাখুঁজি করে রাত ১২টার দিকে মেরিন ড্রাইভ খুরের মুখ এলাকায় হাতে জাল পেঁচানো মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট