চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

কর্ণফুলীতে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৬ জুন, ২০২৪ | ১:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. মহসিনকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মহসিন সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ির মো. মোবারকের ছেলে।

 

বুধবার (৫ জুন) রাত ১১টা ২০ মিনিটের দিকে ইপিজেড থানাধীন আকমল আলী পকেটগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম। তিনি বলেন, গত ২৯ এপ্রিল কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর এলাকায় ১৫ বছরের বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে মহসিন। বাসায় আসার পর বিষয়টি তার মা জানতে পেরে তিনি মহসিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। গতকাল রাতে আকমল আলী পকেটগেট এলাকায় অভিযান চালিয়ে ওই মামলার আসামি মহসিনকে গ্রেপ্তার করা হয়। মামালা দায়েরের পর তিনি নাম-পরিচয় গোপন করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট