রাঙামাটির কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ১১টায় দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সময় সড়কের পাশে গাছের চারা রোপন করা হয়।
এবারের প্রতিপাদ্য হল ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন। পরে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে জারুল গাছের চারা রোপণ করা হয়।
এ সময় স্কুলের শিক্ষার্থীদের মাঝে বন বিভাগের পক্ষ হতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। কাপ্তাই জাতীয় উদ্যান এলাকায় রাস্তার সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন প্রজাতির শোভাবর্ধনকারী গাছের চারাও লাগানো হয়।
পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ